কুতুবদিয়ার অদূরে ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

| বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার অদূরে ইঞ্জিন বিকল হয়ে দুদিন ভেসে থাকা ‘এফবি গাউসুল আজম’ মাছ ধরা নৌকা থেকে নৌবাহিনীর জাহাজ পদ্মা গত মঙ্গলবার ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে। জেলেদের কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে মালিকের কাছে নৌকাসহ হস্তান্তর করা হয়। খবর বাসসের।
উদ্ধারকৃতরা হলেন শামসুল আলম (৩৫), শওকত আলম (৪০), নিশাদুর রহমান (২৫), স্বপন দাশ (৪৫), নিজাম উদ্দিন (৩০), মো. নাছির (২৩), মো. বাদশা মিয়া (৪৮), মো. আইয়ুব আলী (২৮), মো. মফিজ আলম (৪৬), মো. হোসাইন (২৪), সুনীল দাশ (৪৬) এবং আবুল কালাম (৩৩)। জেলেরা সকলেই স্থানীয় কুতুবদিয়া এলাকার বাসিন্দা।
চলতি মাসের ১৫ তারিখে ১২ জেলেসহ নৌকাটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পথিমধ্যে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় দুইদিন সমুদ্রে অবস্থান করে। বাংলাদেশ নৌবাহিনী ৯ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম
জাহাজ ‘পদ্মা’ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাসহ জেলেদেরকে জীবিত উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নজয়ী মেয়েদের আনন্দযাত্রা
পরবর্তী নিবন্ধসমন্বিত ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান চান নগর পরিকল্পনাবিদরা