কীর্তি মানের মৃত্যু নেই

কোহিনুর শাকি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কীর্তি মানের মৃত্যু নেই। চলে গেলেন সবার প্রিয় অরুণ দাশগুপ্ত, মিষ্টভাষী অরুণ দা। শনিবার দুপুরে বেতারে যতবারই তাঁর শোক সংবাদটি ঘোষণা দিয়েছি ততবারই নিজের অজান্তে চোখের কোনটা ভিজে যাচ্ছিল। বারবার পান খাওয়া হাসিমুখটা ভেসে উঠছিল। চট্টগ্রামের সাহিত্যমোদীরা আরও একজন অভিভাবক হারাল। তিনি কবি, তিনি সাংবাদিক, তিনি কীর্তিমান। যার কখনো মৃত্যু হয় না। তাঁর রেখে যাওয়া সাহিত্যের নানা সৃষ্টিকে অমর করে রাখতে হবে আগামী প্রজন্মের তাগিদে। অরুণ দার চলে যাওয়ার অভাব কোনদিন পূরণ হবার নয়। তাঁর শোকাহত পরিবারকে সমবেদনা জানাই অন্তরের অন্তস্থল থেকে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাসী এখন স্বপ্ন দেখছে করোনামুক্ত পৃথিবীর
পরবর্তী নিবন্ধকোভিড জয়ের লড়াইয়ে