বিশ্ববাসী এখন স্বপ্ন দেখছে করোনামুক্ত পৃথিবীর

লালন কান্তি দাশ | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা মানুষের সহজাত প্রবৃত্তি। স্বপ্নের কোন সীমা-পরিসীমা বা দিগন্ত রেখা নেই। কারো স্বপ্ন বিত্তের, কারো স্বপ্ন নাম-যশ-খ্যাতির। কারো স্বপ্ন মানব সেবা, কারো স্বপ্ন দেশের কল্যাণে জীবন উৎসর্গ করা। কেউ হতে চায় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কেউবা স্বপ্ন দেখে শিক্ষক, লেখক বা বিজ্ঞানী হবার। এক কথায় নানান মানুষ নানান স্বপ্ন। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। অর্থাৎ মানুষ যা স্বপ্ন দেখে বা যা কিছু বিশ্বাস করে তা অর্জন করতে পারে। কিন্তু সব মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারেন না। যিনি লেগে থাকেন, তিনিই সফল হন। আর সফল যেইজন তিনিই প্রকৃত স্বপ্নবাজ মানুষ। তিনি অন্যকে স্বপ্ন দেখান। অন্যের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগান, অন্যের স্বপ্ন সারথি হন। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, তা সফল করার প্রচেষ্টা ওড়াতে পারে বিজয়ের নিশান। বহুদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে মানুষ নির্মাণ করেছে বর্তমান সমাজ ও সভ্যতা।
স্বপ্নের মৃত্যু নেই। তাই চরম দুঃসময় ও প্রতিকূলতার মধ্যেও মানুষ স্বপ্ন দেখে সুদিনের। বিশ্ববাসী এখন স্বপ্ন দেখছে করোনামুক্ত পৃথিবীর। স্বপ্ন দেখছে মুক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার। স্বপ্ন দেখছে মানবিক সমাজ গঠনের, সমতার বিশ্ব নির্মাণের। মানুষের এমন স্বপ্ন বাস্তব হোক-এটাই প্রার্থনা।

পূর্ববর্তী নিবন্ধজীবন যাত্রার ব্যয় ও সাধারণ মানুষ
পরবর্তী নিবন্ধকীর্তি মানের মৃত্যু নেই