সবকিছু হয়ে যাবে শেষ
কোনো না কোনো একদিন
শুধু হবে না শেষ
মানবতার কল্যাণে যারা করে গেছে
কিছু উত্তম কাজ
তাদের ধ্যান ও জ্ঞানের আলো দিয়ে
এ বিশ্ব লয়ে, ভালোবাসার পরম ছোঁয়ায়!
সময়ের বিবর্তনে সময়ের আবর্তনে
স্মৃতির পাতায় ভেসে ওঠে তারা
আমাদেরই হৃদয় আলয়ে
ভালোবাসায় সিক্ত হয়ে!
সবকিছু হয়ে যাবে শেষ
কোনো না কোনো একদিন
শুধু হবে না শেষ
তাদের আলোকিত কর্মের কীর্তিকথা।







