কিছু জানা কিছু অজানা

মুক্তিযুদ্ধ

প্রবীর বড়ুয়া | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

  • ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন সার্চলাইট’ যার পরিকল্পনাকারী ছিল পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয় ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে।
  • মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল ১১টি সেক্টরে।
  • মুক্তিযুদ্ধে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না ১০নং সেক্টরে।
  • মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীর প্রতীক ৪২৬ জন।
  • মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় ঢাকার রেসকোর্স ময়দানে। এতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী (এ এ কে নিয়াজী) আত্মসমর্পণ করে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিমান বাহিনীর প্রধান ক্যাপ্টেন এ কে খন্দকার।
  • জেনারেল নিয়াজীর আত্মসমর্পণের সময় পাকিস্তানী বাহিনীর সংখ্যা ছিল ৯৩ হাজার।
  • বাংলাদেশের জাতীয় পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় প্রথম উত্তোলন করেন আ স ম আব্দুর রব ১৯৭১ সালের ২ মার্চ।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার ধানমণ্ডিতে নিজ বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ১৯৭১ সালের ২৩ মার্চ।
  • বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় ১৯৭১ সালের ৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে।
  • ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণটিকে ইউনেস্কো ‘মেমোরি অভ দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে ২০১৭ সালের ৩০ অক্টোবর।
  • মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে।
  • মুক্তিবাহিনী গঠিত হয় ১৯৭১ সালের ১১ জুলাই।
  • বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত হয় ১৯৭১ সালের ২৬ মার্চ।
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ও স্বাধীন মন্ত্রীসভা গঠিত হয়েছিল মেহেরপুর জেলার মুজিবনগরে ১৯৭১ সালের ১০ এপ্রিল।
  • বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা এবং অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
  • মুজিবনগরের সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
  • মুজিবনগরের পুরানো নাম বৈদ্যনাথ তলার ভবের পাড়া। এর নাম মুজিবনগর রাখেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
  • বাংলাদেশের মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান হিসেবে মুহাম্মদ আতাউল গণি ওসমানী (এম এ জি ওসমানী) নিযুক্ত হন ১৯৭১ সালের ১৮ এপ্রিল।
  • বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার।
  • প্রথম বাংলাদেশী কূটনীতিক হিসাবে দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এম হোসেন আলী।
  • ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় ১৯৭১ সালের ২১ নভেম্বর। এ বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ৬ ডিসেম্বর।
  • মুক্তিযুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন হলো ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত এ অপারেশনে পাকিস্তানি বাহিনী ও তাদেরকে সাহায্যকারী বিদেশী অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়।
পূর্ববর্তী নিবন্ধমিলিটারি আসেনি
পরবর্তী নিবন্ধফতেয়াবাদে ফুটন্ত ফুল আসরের মাহফিল