কি ছু জা না কি ছু অ জা না

প্রবীর বড়ুয়া | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

  • বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে, ১৮৯৯ খ্রিস্টাব্দ) বুধবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে।
  • তাঁর মায়ের নাম জাহেদা খাতুন ও বাবার নাম কাজী ফকির আহমদ।
  • তিনি দশ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯০৯ খ্রিস্টাব্দে। তারপর ১৯১৪ খ্রিস্টাব্দে ত্রিশালের দরিরামপুর স্কুলে এবং ১৯১৫ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাণীগঞ্জ শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে দশম শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন ১৯১৭ খ্রিস্টাব্দে।
  • তিনি লেটোর দলে যোগ দেন ১২ বছর বয়সে।
  • বাল্যকাল থেকে তিনি পরিচিত ছিলেন ‘দুখু মিয়া’ নামে।
  • কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে।
  • বাংলাদেশের রণসঙ্গীত ‘চল, চল, চল’ সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। রণসঙ্গীতটি ‘নতুনের গান’ শিরোনামে ঢাকার ‘শিখা’ পত্রিকার বার্ষিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয় ১৩৩৫ বঙ্গাব্দে (১৯২৮ খ্রিস্টাব্দ)। রণসঙ্গীত হিসাবে বাজানো হয় মূল কবিতাটির প্রথম ২১ চরণ।
  • তাঁর ‘বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয় ‘সাপ্তাহিক বিজলী’র ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ সংখ্যায়। ‘বিদ্রোহী’ কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।
  • কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অর্ধসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’।
  • ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাণীটি ছাপা হয় সেটি হলো ‘আয় চলে আয়, রে ধূমকেতু/ আঁধারে বাঁধ
    অগ্নিসেতু’।
  • ১৯২২ খ্রিস্টাব্দে ধূমকেতু’র পূজা সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন। মুক্তি পান ১৯২৩ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর।
  • ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি ‘প্রলয় শিখা’ কবিতার জন্য ৬ মাসের জন্য কারাবরণ করেন।
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতিনাট্য ‘বসন্ত’ নজরুলকে উৎসর্গ করেন।
  • কাজী নজরুল ইসলামকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় ১৯২৯ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর ভারতের কোলকাতার অ্যালবার্ট হলে।
  • কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’ (শ্রাবণ ১৩২৬)।
  • প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ‘ব্যথার দান’ (ফাল্গুন, ১৩২৮ বঙ্গাব্দ; ১ মার্চ, ১৯২২ খ্রিস্টাব্দ)।
  • প্রথম প্রকাশিত গল্পের নাম ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ (জ্যৈষ্ঠ, ১৩২৬ বঙ্গাব্দ; মে, ১৯১৯ খ্রিস্টাব্দ, সওগাত)।
  • প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা (সেপ্টেম্বর ১৯২২ খ্রিস্টাব্দ)।
  • প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বাঁধনহারা (১৯২৭ খ্রিস্টাব্দ)।
  • প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কমহিলার ঘোমটা খোলা (কার্তিক, ১৩২৬ বঙ্গাব্দ)।
  • প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী (অক্টোবর,১৯২২ খ্রিস্টাব্দ)।
  • প্রথম প্রকাশিত নাটক ‘ঝিলিমিলি’ (১৩৩৪ বঙ্গাব্দ, নওরোজ)।
  • প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ ‘ঝিলিমিলি’ (১৩৩৭ বঙ্গাব্দ)। এই গ্রন্থে মোট তিনটি নাটক আছে।
  • কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়। সেগুলো হলো বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। প্রথম বাজেয়াপ্ত হয় ‘বিষের বাঁশী’ (প্রকাশ: আগস্ট, ১৯২৪ খ্রিস্টাব্দ; বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর, ১৯২৪ খ্রিস্টাব্দ)।
  • বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে কাজী নজরুল ইসলামকে কোলকাতা থেকে ঢাকায় আনা হয় ১৯৭২ খ্রিস্টাব্দের ২৪ মে।
  • তাঁকে কোলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে ১৯৪৫ খ্রিস্টাব্দে ও ভারত সরকার পদ্মভূষণ পদক প্রদান করে ১৯৬০ খ্রিস্টাব্দে। ডি-লিট পদক ‘রবীন্দ্রভারতী থেকে দেয়া হয় ১৯৬৯ খ্রিস্টাব্দে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হয় ১৯৭৪ খ্রিস্টাব্দে।
  • তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় ১৯৭৪ খ্রিস্টাব্দে।
  • বাংলাদেশ সরকার তাঁকে ‘একুশে পদক’ দেয় ১৯৭৬ খ্রিস্টাব্দে।
  • ২০০৪ খ্রিস্টাব্দে বিবিসি বাংলা বিভাগের জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় কাজী নজরুল ইসলামের স্থান ছিল তৃতীয়।
  • কাজী নজরুল ইসলাম ৭৭ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রিস্টাব্দে (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ)।
পূর্ববর্তী নিবন্ধশীত বিকেলের আনন্দে
পরবর্তী নিবন্ধপোড়াবাড়ি রহস্য