কিলার রোবট ব্যবহারের অনুমোদন পেল স্যান ফ্রান্সিসকো পুলিশ

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

 

মানুষ হত্যার সক্ষমতা আছে এমন রোবট ব্যবহারের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরের পুলিশ বিভাগ। দৈনন্দিন তদন্তে নয়, কেবল চরম পরিস্থিতিতেই বিস্ফোরকবাহী রোবট ব্যবহার করতে পারবেন তারা। স্যান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ (এসএফপিডি) বিবিসিকে বলেছে, প্রাণঘাতী বল প্রয়োগে সক্ষম কোনো রোবট এখনও নেই তাদের অস্ত্রাগারে। তবে, ভবিষ্যতে জরুরী প্রয়োজনে এমন রোবট ব্যবহার করতে পারবেন তারা। রোবটের সম্ভাব্য ব্যবহার ব্যাখ্যা করে পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, সহিংস, সশস্ত্র এবং বিপজ্জনক অপরাধীরা ঘাঁটি গেড়েছে এমন সুরক্ষিত আস্তানায় প্রবেশের ক্ষেত্রে রোবটের সঙ্গে বিস্ফোরক জুড়ে দেওয়া হতে পারে। খবর বিডিনিউজের।

অপরাধীদের অজ্ঞান বা বিভ্রান্ত করতেও রোবট ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। পুলিশি কাজে রোবট ব্যবহারের সমর্থকদের দাবি, কেবল চরম পরিস্থিতিতেই রোবটগুলো ব্যবহৃত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএশীয় নারীকে শতাধিক ঘুষি, যুক্তরাষ্ট্রে একজনের ১৭ বছরের জেল