না… না, কিচ্ছু চাই না আমি!
তুমি দিও শুধু বর্ষার একটা দিন
আকাশে এলোকেশী মেঘমল্লার
সারাবেলা টিপটিপ বৃষ্টি
শীতল বাতাসে সোঁদা সুগন্ধি
জলকাদায় কচি কলমিলতার ঘ্রাণ
থৈথৈ জলে শাপলার বিল
শালুকপাতায় বকের সারি
সাদায় বেগুনি রঙের ময়ূরপুচ্ছ আঁকা
কচুরিপানার ফুল।
না, কিচ্ছু চাই না আমি!
আমায় দিয়ও মেঘলা একটা দিন
মেঘের পরের রংধনু আকাশ
বৃষ্টিস্নাত পল্লবসহ একগুচ্ছ কদম
ঘাসের উপরে ঝরা কদমের পাপড়ি
ভেজা কামিনীর সুবাস
আবছা আলোছায়া ঘর
বৃষ্টিজলে কাগজের নৌকা
কলাগাছের ভেলায় এনে দিও
যৌবন তীব্রতা ছুঁই ছুঁই কিশোরীবেলা
তুমিও হও সদ্য যৌবন ছোঁয়া কিশোর।