কিং সালমান ও রাবেতা আলমের সাথে ফজলুল্লাহ ফাউন্ডেশনের স্মারক চুক্তি

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চান্দগাঁও রূপালী আবাসিক এলাকার কার্যালয় পরিদর্শন করেছেন সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার ও রাবেতা আলম আল ইসলামীর পদস্থ পাঁচ শীর্ষ কর্মকর্তা। গত মঙ্গলবার তারা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাত শেষে কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার, রাবেতা আলম আল ইসলামী ও লোকাল পার্টনার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মধ্যে রোহিঙ্গা ও সাতকানিয়া লোহাগাড়াসহ দেশের বিভিন্ন স্থানের দুঃস্থ-দরিদ্রদের মাঝে ৪০ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণের লক্ষ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাবেতা আলম আল ইসলামীর জেনারেল কো-অর্ডিনেটর অব ফিল্ড অফিসার ড. তাহা বিন ওমর আল খতীব। উল্লেখ্য, কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১১ মে উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গা নাগরিকদের ১৬ নং ক্যাম্প ও সাতকানিয়া লোহাগাড়ার দুঃস্থ পরিবারের মাঝে রোহিঙ্গা পরিবারের মাঝে সাড়ে তিনহাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে তিনহাজার টাকার খাদ্য সামগ্রী ছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা সামগ্রী দিলেন আনিসুজ্জামান রনি
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী হিসাবে গড়ে তুলতে হবে