কাল থেকে মাঠে নামছে জেলা প্রশাসন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

 

 

সিভিল সার্জন কার্যালয়ের পর নগরীর অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এবার মাঠে নামছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আগামীকাল (মঙ্গলবার) থেকে এসব স্বাস্থ্য সেবা (অনুমোদনহীন) প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গতকাল রাতে জেলা প্রশাসক আজাদীকে বলেন, উপজেলায় কিন্তু এরই মাঝে অভিযান শুরু হয়েছে। রোববার উপজেলা পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। নগরীতে অভিযান পরিচালনার জন্য সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা তালিকা চেয়েছি। তালিকা এখনো হাতে পাইনি। সোমবার এ তালিকা পাবো বলে আশা করছি। আর তালিকা পেলে মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তালিকা ধরে অনুমোদনহীন সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলেও জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনগরে আরো তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ
পরবর্তী নিবন্ধ১০ দিনের মধ্যে খাল নালার বাঁধ অপসারণ করুন