কারে মদ্যপ চালক মোটরসাইকেলে ধাক্কা

গুরুতর আহত ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

প্রাইভেট কারের (চট্টমেট্রো-গ-১২০০৪১) ধাক্কায় নগরে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গত রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের দুই নম্বর গেট র‌্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন মো. আবীর (২২) ও মো. সাকিব (২৬)। সম্পর্কে তারা খালাতো ভাই। তারা বায়েজিদ থানার মোজাফ্‌ফর নগর এলাকার বাসিন্দা। রাত ১টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, গুরুতর আহত আবীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, প্রাইভেট কারের চালক অভিজিৎ পাল (৫০) মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে আটক করা হয়েছে। এছাড়া কার থেকে ৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা গেছে, মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। কারের সামনের অংশটিও ভেঙে গেছে। সেখানে উপস্থিত লোকজন ধারণা করছেন, দ্রুতগতিতে কারটি র‌্যাম্প দিয়ে নামছিল। মোটরসাইকেলটি ফ্লাইওভারে উঠছিল। এসময় মোটরসাইকেলকে ধাক্কা দেন প্রাইভেট কার চালক। পরে গাড়ি ফ্লাইওভারের সাথে ধাক্কা খায়। পাঁচলাইশ থানার এসআই আবসার আজাদীকে বলেন, আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। দুজনই গুরুতর আহত হয়েছেন। প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করেছি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ গত রাত সাড়ে ১২টায় আজাদীকে বলেন, আহত দুজনের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী নিবন্ধব্ল্যাক হোল গবেষণায় পদার্থবিদ্যার নোবেল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৫ জন