কারের তেলের ট্যাংকে কোটি টাকার ইয়াবা পাচারকারী গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে প্রাইভেটকারের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল (৫০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল কক্সবাজারের টেকনাফ পৌরসভার গুদার বিল এলাকার আবদুস সালামের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় প্রাইভেটকারের সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার (আজ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাকে ৫ টুকরো করা ছেলেসহ ৭ জনের ফাঁসি
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আজ