কারাতে ফেডারেশনের বিভিন্ন সাব কমিটিতে চট্টগ্রামের সংগঠকদের আধিক্য

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনে এখন চট্টগ্রামের তিনজন কর্মকর্তা রয়েছেন। তুলু উশ শামস হয়েছেন যুগ্ম সম্পাদক। শাহজাদা আলম এবং হাসান মুরাদ বিপ্লব রয়েছেন নির্বাহী সদস্য হিসেবে। এবার চট্টগ্রামের এই তিন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সাব কমিটিতে জায়গা পেয়েছেন চট্টগ্রামের একাধিক সাবেক কারাতে খেলোয়াড় যারা বর্তমানে বিভিন্ন একাডেমির কোচ। তুলু উশ শামস হয়েছেন রেফারী কমিশনের চেয়ারম্যান। ফলে আমি এশিয়ান কারাতে ফেডারেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। তাছাড়া তিনি কারাতে ফেডারেশনের টেকনিক্যাল ও ড্যান গ্রেডেশেন কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন। এছাড়া বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ আয়োজন কমিটির আহবায়ক হয়েছেন হাসান মুরাদ বিপ্লব। সদস্য-সচিব- তুলু উশ শামস। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সচিব হয়েছেন শাহজাদা আলম। এই কমিটির সদস্য তুলু উশ শামস, ইমতিয়াজ সেলিম। এছাড়া শৃঙ্খলা কমিটির সদস্য হয়েছেন শেখ দিদার উদ্দিন, কোচেস কমিটির সদস্য হয়েছেন রতন তালুকদার, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হয়েছেন শাহাজাদা আলম আর সদস্য হয়েছেন হাসান মুরাদ বিপ্লব । পরিকল্পনা কমিটির সদস্য ইকবাল আহমেদ খান, ফাইনান্স কমিটির সদস্য তুলু উশ শামস, শাহজাদা আলম, হাসান মুরাদ বিপ্লব, ইকবাল আহমেদ খান। মিডিয়া কমিটির সদস্য শাহাজাদা আলম এবং এ বি রনি । এছাড়া প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য হয়েছেন ইকবাল আহমেদ খান।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের মত খাদের কিনারে নেই বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমহিলা ফুটবলার তৈরির কঠিন লড়াইয়ে এরশাদ