যদি কারো সঙ্গের পিয়াসী হতাম
তবে একটা বিড়াল পুষতাম
যদি আনুগত্য লোভী হতাম
তবে একটা কুকুর পুষতাম
যদি রূপ উপভোগ করতে চাইতাম
তবে একটা খরগোশ পুষতাম
যদি সুরানুরাগী হতাম
তবে একটা পাখি পুষতাম
যদি ভীষণ রকম সংসারী হতাম
তবে একঝাঁক কবুতর পুষতাম।
এসব কিছু চাইনি আমি
তাইতো তোমাকে পুষেছি।
তোমাকে পুষিনি কায়া দিয়ে
তোমাকে পুষেছি মায়া দিয়ে।
আমি শুধু তোমার প্রেম আর
তোমার বুকে ফুলের সুবাস চেয়েছি।







