কাভার্ডভ্যানে সিএনজি স্টেশন

সাতকানিয়ায় গ্রেপ্তার ৩

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বসিয়ে ভ্রাম্যমান সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপন করে অবৈধভাবে সিএনজি বিক্রি করায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ৬১৪টি সিলিন্ডারসহ ৪টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ুন কবির (২৭)। গত রোববার সকালে উপজেলার কেরানীহাট ও ঢেমশার দাইমারখীল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এসব গ্যাস সিলিন্ডার এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, সাতকানিয়ার কেরানীহাট ও ঢেমশা এলাকায় সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানের ভেতর বিশেষ কায়দায় সিলিন্ডার সংযুক্ত করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভ্রাম্যমাণ সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপন করে গ্যাসের ব্যবসা চালিয়ে আসছিল। তারা সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়িতে গ্যাস বিক্রি করে। এ বিষয়ে গোপনে খবর পেয়ে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধ এ ব্যবসার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়। একই সাথে সিলিন্ডারসহ ৪টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তারা বৈধ কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরো বলেন, এই চক্রটি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার বিহীন মূল গ্যাস লাইন থেকে অবৈধ উপায়ে গ্যাস মজুদ করে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ ও কঙবাজারের বিভিন্ন স্থানে চড়া মূল্যে বিক্রি করে। তাদের ব্যবহৃত প্রত্যেকটি কাভার্ড ভ্যানে ১৫৩টি সিলিন্ডার সংযুক্ত করা যায়। কাভার্ড ভ্যানে স্থাপিত এসব সিলিন্ডারের মেয়াদ সম্পর্কিত কোনো তথ্য তারা দিতে পারেনি। ব্যবহৃত সব সিলিন্ডার অনেক পুরাতন। এগুলোর কার্যকারিতা কখনো পরীক্ষা করা হয়নি। ফলে এসব সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এ ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালের বাঁধ অপসারণে অগ্রগতি কতদূর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জেলের জালে ২৫ কেজির কোরাল