সীতাকুণ্ডে জেলের জালে ২৫ কেজির কোরাল

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। গত রোববার দুপুরে মাছটি ভাটিয়ারী বাজারের ব্যবসায়ী আলী হোসেন কিনে নেন। পরে মাছটির দাম ত্রিশ হাজার টাকা হেঁকেছেন তিনি। আলী হোসেন বলেন, রোববার দুপুরে দুটি ভেটকি কোরাল নিয়ে এক জেলে ভাটিয়ারী বাজারে বিক্রি করতে আসে। তার মধ্যে বড় কোরালটির ওজন ২৪ কেজি ৫০০ গ্রাম, আর ছোট কোরালটির ওজন ২ কেজি ৩০০ গ্রাম। দুটি কোরাল আঠারো হাজার টাকা দিয়ে কিনেছি। ত্রিশ হাজার টাকায় কেউ কিনলে বিক্রি করব। অথবা তিনি মাছটি কেটে কেজিপ্রতি এক হাজার ৪০০ টাকা করে বিক্রি করবেন বলে জানান আলী হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, এই ধরনের কোরাল সাধারণত একদম উপকূলের কাছে অল্প পানিতে ধরা পড়ে। হয়তো কোনো চরঘেরা জালে সেটি ধরা পড়তে পারে। অথবা খাল থেকে সেটি ধরেছে জেলেরা। সচরাচর এত বড় কোরাল সন্দ্বীপ চ্যানেলে দেখা যায় না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যানে সিএনজি স্টেশন
পরবর্তী নিবন্ধতেল, চিনি, মাংসের দাম আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি : সিপিডি