কাবুলে বিস্ফোরণ : নিহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৫৭ পূর্বাহ্ণ

কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলায় নিহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী। হামলার শিকার এক ছেলে শিক্ষার্থী বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
তবে নিহতদের মধ্যে কত জন মেয়ে শিক্ষার্থী রয়েছে সেই তথ্য এখনও জানা যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই শিক্ষার্থী এএফপিকে বলে, শ্রেনীকক্ষে আমরা প্রায় ৬০০ শিক্ষার্থী ছিলাম। অনেকেই হতাহত হয়েছে, কিন্তু নিহতদের মধ্যে মেয়ে শিক্ষার্থীরাই বেশি। শুক্রবার কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বোমা হামলা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন আরও ২৭ জন। নিহতদের অনেকে ঘটনাস্থলেই মারা গেছেন। কাবুলের আইনশৃঙ্খলা বাহিনীসূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাবুলের দাশত-ই-বারচি এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা চলছিল। দাশত-ই-বারচি কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত একটি এলাকা।

পূর্ববর্তী নিবন্ধবিসিআইসির জালে হাফ ডজন গোল মোহামেডান ব্লুজের
পরবর্তী নিবন্ধবিশ্বে ফের কলেরার ‘উদ্বেগজনক’ প্রাদুর্ভাব