কাবাডিতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

বিভাগীয় পর্যায়ে যুব গেমস্‌ | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্‌ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কাবাডি ইভেন্ট গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। তরুণদের কাবাডি ইভেন্টে কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিল্লা জেলা ৫৫৩২ পয়েন্টে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে। কাবাডি তরুণীদের ইভেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ৪০২২ পয়েন্ট পয়েন্টে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে।

এদিকে তরুণ ও তরুণীদের দাবা ইভেন্টের খেলা আজ ১৯ জানুয়ায়ী সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসংবাদ সম্মেলন বাতিল করলো বাফুফে
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্কুল মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া সম্পন্ন