কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০৪ পূর্বাহ্ণ

কাপ্তাই জাতীয় উদ্যানে গতকাল একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। এই অজগরটি রাঙ্গামাটির বনরুপা সমতাঘাট এলাকায় বসবাসকারী এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। পরে ওই ব্যবসায়ী খবর দিলে বন কর্মীরা সমতাঘাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ্‌ মো. শোয়াইবের নির্দেশে অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এই নিয়ে চলতি বছর ১৩টি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনারীর সম্মান কোথায়
পরবর্তী নিবন্ধসত্যিকার মুমিন ইসলামকে পুরোপুরি গ্রহণ করবে