কাপ্তাইয়ে সেগুন কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঘাগড়া বন স্টেশন অফিস গোপন সংবাদের ভিত্তিতে ৩ শত ২৭ ঘনফুট সেগুন ও গামারি কাঠ উদ্ধার করেছে। ঘাগড়া বন স্টেশন কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ মো. শোয়েব খানের নির্দেশে মগাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বন সন্ত্রাসীরা সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ গুলো কেটে পাচারের জন্য জড়ো করে রেখেছিল বলে সূত্র জানায়। উদ্ধারকৃত কাঠগুলো বর্তমানে ঘাগড়া বন স্টেশন অফিসে রাখা আছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় গাছ চাপায় দিন মজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ