কাপ্তাইয়ে টিম্বার কারখানায় আগুন

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউড কারখানায় গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে কাপ্তাই থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউড কারখানার ম্যানেজার মো. মহিউদ্দিন জানান, কারখানাটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। কারখানার এক পাশের ঘরে প্রচুর পরিমাণে কাঠ মজুদ করা ছিল। ঐ কাঠের মজুদেই হঠাৎ আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি। তবে দ্রুততম সময়ের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে না আসলে পুরো কারখানাটি আগুনে পুড়ে ছাই হয়ে যেত। সেরকম ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি হতো বলেও তিনি মন্তব্য করেন।
তবে আপাতত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে।
কাপ্তাই দমকল বাহিনীর স্টেশন অফিসার জানান, একটি পরিত্যাক্ত গুদাম ঘরে কাঠের স্তুপে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ প্রতিষ্ঠানকে ১৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবিশ্ব মান দিবস আজ