কাজ, খাদ্য ও চিকিৎসার দাবিতে সমাবেশ

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১১:২৭ পূর্বাহ্ণ

নগরীর নিউ মার্কেট মোড়ে কাজ, খাদ্য, চিকিৎসা ও ছাত্র বেতন মওকুফের দাবিতে বাসদ (মার্কসবাদী) ও চট্টগ্রাম জেলা পাঠচক্র ফোরাম মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বিকাল ৪টায় মিছিলটি দোস্ত বিল্ডিং প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা পাঠচক্র ফোরামের অপু দাশ গুপ্ত, সত্যজিৎ বিশ্বাস, তাজ নাহার রিপন ও আরিফ মঈনুদ্দিন। নেতৃবৃন্দ রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে পিপিপি বা লিজ নয়, বরং আধুনিকায়ন করে পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করার দাবি জানান। এছাড়া করোনা পরিস্থিতিতে ছাঁটাইকৃত শ্রমিক ও বেকারদের দ্রুত চাকরির দাবি জানান। নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে এবং গ্রাম-শহরের সর্বত্র সরকারি উদ্যোগে স্বল্প মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা এবং ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীদের প্রতিদিনের কাজ এবং আর্মিরেটে রেশন দেওয়ার দাবি জানান। এছাড়া সমাবেশ থেকে বিনামূল্যে করোনা রোগীদের চিকিৎসা সেবা এবং সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা, সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবার মান বাড়ানো, অনিয়ম-দুর্নীতি, লুটপাট বন্ধ করা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, রাষ্ট্রীয় সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যা, গুম-খুন, বিনা বিচারে আটক বন্ধ করা ইত্যাদি দাবি তোলা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিয়নের হামলায় কর্মচারী আহত
পরবর্তী নিবন্ধটেকনাফে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত