কাজ করতে হবে ওষুধ প্রশাসনকে

ক্যাব চট্টগ্রাম সভাপতি নাজের হোসাইন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এবং চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, হাজারী গলির ওষুধের দোকানে অনেক আগে থেকেই নৈরাজ্য চলছে। অভিযানে গেলে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে ঘেরাওয়ের ঘটনাও ঘটেছে। এ রকম একটি ঘটনায় হাজারী গলির ওষুধের দোকান এক সপ্তাহ বন্ধ ছিল। জেলা প্রশাসনের অভিযানে আসলে তেমন একটা কাজ হয় না। কাজ করতে হবে ওষুধ প্রশাসনকে। দুঃখের বিষয়, তাদের তেমন তৎপরতা দেখা যায় না। ওষুধের দোকানগুলোকে লাইসেন্স দেয় এই প্রতিষ্ঠান। তাদের তৎপরতা থাকে না বলে এমন নৈরাজ্য চলছে।

তিনি বলেন, শুধু হাজারী গলির ওষুধবাজারের গুণগত মান ঠিক রাখতে পারলে সারা চট্টগ্রামের ওষুধের দোকানের গুণগত মান ঠিক থাকবে। এ ব্যাপারে ঔষধ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এমন নৈরাজ্য চলতেই থাকবে।

এস এম নাজের হোসাইন বলেন, ওষুধ হচ্ছে জীবন রক্ষাকারী দ্রব্য। মেয়াদ শেষ হলে তা বিষ হিসেবে গণ্য হবে। অন্যদিকে অবৈধ ওষুধ মানেই অবৈধ। মেয়াদ আছে কি নেই তা দেখার আর প্রয়োজন নেই। আশা করি, সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাট ওভারব্রিজের নিচে স্থাপনা!
পরবর্তী নিবন্ধহাজারী গলিতে ৪০ লাখ টাকার ওষুধ জব্দ