কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ

বোয়ালখালীতে বৃদ্ধ আটক

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফজল করিম নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়- উপজেলার চরখিজিরপুর সাতঘরিয়া পাড়া এলাকার কালু মিয়ার পুত্র ফজল করিমের (৬০) ঘরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল পার্শ্ববর্তী এলাকার এক গৃহবধূ। গৃহকর্তা ফজল করিম দীর্ঘদিন ধরে তাকে ফুসলিয়ে আসছিল। গতকাল সকালে তাকে একা পেয়ে ধর্ষণ করে বলে ধর্ষিতা অভিযোগে জানায়। এ সময় এলাকাবাসি তাকে আটক করে। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ধর্ষিতা গৃহবধূ এক সন্তানের জননী। ফজল করিম ৫ সন্তানের জনক। রাতে এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে অফিসার ইনচার্জ মো. আবদুল করিম বলেন, আসামিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধআলুর আড়তদারদের হয়রানি বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধঅসচ্ছল ২৫ মেধাবীকে সাজেদা ফাউন্ডেশনের বৃত্তি