অসচ্ছল ২৫ মেধাবীকে সাজেদা ফাউন্ডেশনের বৃত্তি

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

এইচএসসি ও স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত অসচ্ছল ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান করেছে সাজেদা ফাউন্ডেশন। গত ২৯ অক্টোবর নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এঙিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের সহকারী বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির। উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র পরামর্শক (ফাইন্যান্স) শিব নারায়ণ কৈরী ও নির্বাহী পরিচালক মো. ফয়জার রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধহামিদা খান