আলুর আড়তদারদের হয়রানি বন্ধের দাবি

রেয়াজউদ্দিন বাজারে প্রতিবাদ সভা

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

মূল্য বৃদ্ধির অজুহাতে শুধুমাত্র রেয়াজউদ্দিন বাজারের আলুর আড়তদারদের প্রশাসনের হয়রানির প্রতিবাদে রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির এক প্রতিবাদ সভা গত বৃহস্পতিবার সকালে চৈতন্যগলি রেয়াজউদ্দিন রোড়ে অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, আলুর মূল্য বৃদ্ধির জন্য শুধুমাত্র রেয়াজউদ্দিন বাজারের আলুর আড়তদারেরা দায়ী নয়। মুন্সিগঞ্জ, কুমিল্লায় কোল্ড স্টোরে মজুদ রেখে সিন্ডিকেটের কারণে বেপারীরা সরবরাহ কম করায় বাজারে আলুর কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা সরকারের নির্দেশনা পালন করার জন্য সচেষ্ট। কিন্তু শুধুমাত্র রেয়াজউদ্দিন বাজারে বার বার প্রশাসনের অভিযান, অন্যদিকে বেপারীরা চাহিদা মতো আলু সরবরাহ না করায় রেয়াজউদ্দিন বাজারের আলুর আড়তদার-ব্যবসায়িরা চরম ক্ষতির সম্মুখিন হচ্ছে। তিনি বলেন, প্রশাসনের একতরফা অভিযান, জরিমানা এবং বেপারীরা আলু সরবরাহ না করায় বর্তমানে বাজারের অনেক আড়ত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ব্যবসায়ী ও শ্রমিকেরা বেকার হয়ে আর্থিকভাবে ব্যাপক লোকসানের শিকার হচ্ছে। তাই নগরীর পাহাড়তলী, চাক্তাই, স্টীল মিলস্‌, অক্সিজেন এবং কামাল বাজারেও অভিযান পরিচালনা করলে কেবল আলুর বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন, রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী, যুগ্ম সম্পাদক মো. আজগর হোসেন, মো. আব্বাস হোসেন, রুহুল কাদের, মো. সাইফুল আলম, মো. হারুনুর রশিদ লিটন, মো. আবু তৈয়ব কালু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাণী প্রভা নাথ
পরবর্তী নিবন্ধকাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ