কাগজের সংকট মোকাবিলায় পোস্টারের দৌরাত্ম্য বন্ধ করতে হবে

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

 

প্রতি বছরের মত এবারও নতুন বছরের শুরুতেই আমাদের শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে শুরু হবে ‘বই উৎসব’। এই বই উৎসব এ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নতুন ক্লাসে নতুন ঝকঝকে বই পাবে। কিন্তু না। মিল মালিকদের মতে, বাংলাদেশে ৩৫ কোটি বইয়ের জন্য ১লাখ টন কাগজের প্রয়োজন কিন্তু বৈশ্বিক সমস্যার কারণে কাগজের উৎপাদন ব্যাহত হওয়ায় ছাপাখানাগুলোকে কাগজ সরবরাহে ব্যাঘাতের কারণে সব শিক্ষার্থীদের মাঝে নতুন বই সময় মত পৌঁছাতে বিঘ্ন হতে পারে। এমতাবস্থায়, আমি শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের সুদৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বর্তমানে আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো হাজারকোটি টাকার কাগজের পোস্টার ছাপিয়ে যে প্রচারণা চালাচ্ছে তা বর্তমানে এই কাগজ সংকটের সময় কাগজের পোস্টার নিষিদ্ধ করতে ২০১২ সালের দেওয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ করতে হবে। আমাদের আগামীর নতুন প্রজন্ম শিক্ষার্থীদের বই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করে ‘বই উৎসব’ কে উৎসবমুখর করে তুলতে সকলকে অবদান রাখার আহবান জানাচ্ছি।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড়, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনীরেন্দ্রনাথ চক্রবর্তী : আধুনিক বাংলা কবিদের অন্যতম
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোর সহাবস্থান জরুরি