কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের সমর্থনে মতবিনিময় সভা

আজাদী অনলাইন | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া সমর্থনে গতকাল সন্ধ্যা ৬টায় কৈবল্যধাম (বিশ্ব ব্যাংক) আবাসিক এলাকায় এমএনপিজে ব্লক এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়ার সভাপতিত্বে ও মো. মিলন ও আবদুল মান্নানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী জহুরুল আলম জসিম। এতে আরও উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. দুলাল, আবু সুফিয়ান, জর্জ মিয়া, মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. হাবীবা রহমান, যাছমা বেগম, সেলিনা খান, রাবেয়া বেগম, জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দের মধ্যে গিয়াসউদ্দিন, নুরুল আফছার, ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শরিফুল আলম, আহসান উল্ল্যাহ, যুবলীগ নেতা নোমান আলি রোমন, টিটু দত্ত পিঁয়াস প্রমুখ।

সভায় জহুরুল আলম জসিম বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে নান্দনিক চট্টগ্রাম গড়তে ও নগরবাসীর অধিকার নিশ্চিতকরণ, গ্রীন ও ক্লিন সিটিকে আরও অগ্রগতি করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে মিষ্টি কুমড়া পদে ভোট দিন।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : নওফেল
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারীর গণসংযোগ