কাঁদো বাঙালি কাঁদো আজ বাঙালি অশ্রুসিক্ত হওয়ার দিন। ১৯৭৫ সালের এইদিনে ঘটেছিলো নৃশংসতম হত্যাকাণ্ড। পরিবারের সদস্য থেকে আত্মীয় স্বজন এমনি কি ছোট রাসেলকেও তারা ছাড়েনি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে যায় বঙ্গবন্ধুর দুই তনয়া। ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছে ঐ হায়নার দল।
স্বাধীন বাংলার স্থপতির নাম মুছে ফেলা এত সহজ না। মুজিবকে ভুলে যাওয়া মানে নিজেকে নিজে ভুলে যাওয়া, নিজের অস্তিত্ব ভুলে যাওয়া। এই শোকের মাসে নয় যত দিন বাংলাদেশ থাকবে ততদিন মুজিব তুমি থাকবে অমলিন।