কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, আগুনে নিহত ৫১

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি কারাগারে দাঙ্গার সময় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫১ কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল এ খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গার সুযোগে কয়েদিরা পালিয়ে যাওয়ার ফন্দি করেছিল।

কারারক্ষীরা যাতে এতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না : জনসন
পরবর্তী নিবন্ধন্যাটো সম্মেলনে রাশিয়ান সালাদ নিয়ে কাড়াকাড়ি