কর্ণফুলী-হালদা মোহনায় ৩০ হাজার রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

| বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকা ও উত্তর মোহরা মন্দির এলাকা থেকে ৩০টি চিংড়ি রেণু ধরার ঠ্যালা জাল, একটি নৌকা ও তিন পাতিল চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়েছে। চিংড়ি রেনু পোনার পরিমাণ প্রায় ৩০ হাজার।

গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব রেণু পোনা জব্দ করা হয়। উদ্ধারের পর রেণু পোনাগুলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান। খবর বাসসের।

তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করা হয়। আটককৃত চিংড়ি রেণু নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয় এবং ঠ্যালা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে। অভিযানে সদরঘাট নৌ থানা পুলিশের টহলদলের সদস্য এএসআই জয়নাল আবেদীনসহ নৌ পুলিশ সদস্যরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা
পরবর্তী নিবন্ধপ্রদীপ-চুমকির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য