কর্ণফুলী মার্কেটে তিন হাজার লিটার সয়াবিন উদ্ধার

বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ মে, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নগরীর চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া আগের কেনা সয়াবিন বেশি দামে বিক্রির করা দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান। তিনি বলেন, চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে মজুমদার স্টোরে ৭৬০ টাকায় কেনা পুরনো তেল ৯৮৫ টাকায় বিক্রি করছিল। তাই দোকান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ওই এলাকার রশিদ এন্ড ব্রাদার্সে এক লিটারের প্রায় ৩০০ বোতল উদ্ধার করা হয়। এ কারণে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে বেশি দামে তেল বিক্রির দায়ে আবদুল হাকিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে কন্টেনারে আগুন পুড়ল বৈদ্যুতিক সরঞ্জাম
পরবর্তী নিবন্ধহালদাপাড়ে ডিমের জন্য অপেক্ষা