কর্ণফুলীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাজু মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে থানার (ওসি) মো. মনির হোসেন জানান, শুক্রবার দুপুরে সকলের আড়ালে নিজ ঘরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন স্ত্রী ও তার বড় ভাই। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। পরবর্তীতে কর্ণফুলীর কলেজ বাজার কমিউনিটি ক্লিনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলেনও জানান তারা।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।