কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে শিকলবাহা ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। গতকাল রোববার উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় তারা ৩-২ গোলে বড়উঠান ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে দেয়। বিজয়ী শিকলবাহা ইউনিয়নের পক্ষে সায়েদ বিন হাসান, মিনহাজ উদ্দিন আরাফ ও আজিজুল্লাহ একটি করে গোল করেন। অপর দিকে বড়উঠান ইউনিয়নের পক্ষে সাজ্জাদ হোসেন একাই দুই গোল করেন। আজ সোমবার ফাইনালে মুখোমুখি হবে শিকলবাহা ফুটবল একাদশ এবং চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ। কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, শিকলবাহার প্যানেল চেয়ারম্যান শফিউল আলম মেম্বার। উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার মহিউদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা টীম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল শুক্কুর, আইয়ুব আলী মেম্বার, কোচ মো. মহসিন সাজু, কোচ চটগ্রাম মহসিন আলী বাদশা, জাহাঙ্গীর আলম জয়, সাবেক ফুটবলার শেখ মুহাম্মদ, ফরিদ, ফরহাদ, মিডিয়া কমিটির সদস্য মোরশেদ আলম পাপ্পু, গ্রাউন্ড কমিটির সদস্য সিদ্দিক বাবু, মামুন, মবিন, আরমান, আজিজ, সোহেল।