কর্ণফুলীতে এমভি মাগফিরাত নামের একটি জাহাজ ডুবির ঘটনায় জাহাজের ক্যাপ্টেন সহ ৫ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর ডকইয়ার্ডে জাহাজটি নোঙর করার সময় হঠাৎ জাহাজের পাখা ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির ক্যাপ্টেন, নাবিক ও একজন অতিথি সহ ৫ জন নিখোঁজ রয়েছে। এমভি মাগফিরাত জাহাজটি রেঙ্কন গ্রুপের বলে জানা গেছে।
নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের ডুবুরি দল, নৌ বাহিনী, ফায়ারসার্ভিস কর্মীসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। জাহাজে ১৫ জন স্টাফ ছিল। এটি কাত হয়ে যাওয়ার সময় ৯ জন পানিতে লাফ দেয়। এরা পার্শ্ববর্তী নৌকা, বয়ায় উঠে আত্মরক্ষা করে। তবে দুর্ঘটনার সময় অনেকে ঘুমের মধ্যে ছিল বলেও জানা যায়।