অলিম্পিকের মাত্র তিন মাস আগে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারীর শুরু থেকে পরিস্থিতি সামলাতে এ নিয়ে দেশটি তৃতীয় দফায় জরুরি অবস্থা ঘোষণা করল। রাজধানী টোকিও, ওসাকা এবং আরও দুটো প্রশাসনিক এলাকায় প্রায় দু’সপ্তাহ সীমিত পরিসরে কড়া এই জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী সুগা জানান, রোববার (কাল) থেকে জরুরি অবস্থা শুরু হবে এবং চলবে ১১ মে পর্যন্ত। এর আওতায় থাকবে টোকিও, ওসাকা, কিয়োটো এবং হিয়োগো।