মানবতার সেবায় ঈমানী দায়িত্ব পালন করে যাচ্ছেন গাউসিয়া কমিটির কর্মীরা

১১নং ওয়ার্ডে নবগঠিত ইউনিটের সভায় কেন্দ্রীয় মহাসচিব

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার বলেছেন, গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) দ্বীন ইসলামের খেদমতে মানবতার যে উম্মেষ ঘটিয়েছিলেন তার চূড়ান্ত রূপ দেয়ার মহান ব্রতে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অঙ্গ সংগঠন হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। সে কারণেই আজ গাউসিয়া কমিটির কর্মীরা করোনা মহামারীতে বিপন্ন মানবতার সেবায় নিবেদিত থেকে ঈমানী দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি গতকাল ২৩ এপ্রিল বাদ জুমা ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড গাউসিয়া কমিটির আওতাধীন শাপলা আবাসিক, শ্যামলী আবাসিক, আর্টিলারি মোড় ও তদসংলগ্ন এলাকা নিয়ে গঠিত যৌথ ইউনিটের প্রথম সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি নবগঠিত ৬৭ সদস্যের এ কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে গাউসিয়া কমিটির পতাকাতলে স্বাগত জানান। ইউনিট সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সহ সভাপতি শাহাদাত হোসেন ও কামরুল আহসান কাউসার, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আলী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা সংক্রমণ জাপানে তৃতীয় দফায় জরুরি অবস্থা
পরবর্তী নিবন্ধশেখ এহতেশাম উদ্দিন চৌধুরী