করোনা সংক্রমণ এড়াতে টিকার বিকল্প নেই

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোয়ালখালীর পৌর মেয়র

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর মেয়র জহরুল ইসলাম জহুর। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেঙে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন কালে পৌর মেয়র জহুর ইসলাম জহুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস থেকে সকলকে সুরক্ষিত রাখতে সারাদেশের স্কুল – কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। এই কার্যক্রম চলবে আরো কয়েকদিন। তিনি করোনা থেকে বাঁচতে সকলকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান। মেয়র জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবর সভাপতি সিরাজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এস এম জিহাদ বাবলু, থানার এসআই কামাল হোসেন, রিয়াজুল জাব্বার, কফিল উদ্দিন, নার্স জোসনা আকতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপরিকল্পিত রেজিস্ট্রেশন বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়ন দাবি
পরবর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবন কার্যকরী পরিষদের অভিষেক