করোনা মহামারী থমকে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে

নুসরাত জাহান মুক্তা | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

নতুন বছরে জানুয়ারি – ফেব্রুয়ারি মাসে যেখানে শিক্ষার্থীদের নতুন শ্রেণিতে ক্লাস করার একটা বাড়তি উৎসাহ কাজ করতো, সেখানে আজ থমকে গিয়েছে সব উৎসাহ মহামারীর কবলে পড়ে! স্কুলে, কলেজে শিক্ষার্থীদের ছুটে চলাএখন আর চোখে পড়ে না। স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে এক বছর ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে, যতটা পারা যায় শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে। থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায় স্কুল পর্যায়ে এবং এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হলেও উচ্চ পর্যায়ের পরীক্ষার্থীদের তা দেওয়া হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান), স্নাতক (পাস), ও স্নাতকোত্তর পর্যায়ে পরীক্ষা ঠিকমতো না হওয়াতে থেমে রয়েছে তাদের পড়াশুনা সম্পন্ন করা।
স্বাস্থ্যবিধি মেনে কিছু পরীক্ষা নেওয়া হলেও আবারও স্থগিত করে দিয়েছে সরকারি সিদ্ধান্তের আলোকে। ফলে সেশন জটের কবলে পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের যতটুকু ক্ষতি হয়েছে সেটা বিবেচনা করলে দেখা যায়, এক বছর করে সবাই পিছিয়ে গিয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ করতে আরো কয়েক বছর বাড়তি লাগবে! এর ফলে মানসিক চাপ সৃষ্টি হয়েছে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে। যদি মহামারী না আসতো, তবে আজ শিক্ষা ব্যবস্থার সব কিছু চলমান থাকতো। সরকার চাকরির বয়সসীমা বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যত দিতে পারেন। করোনা মহামারী কাটিয়ে সরকার আমাদের ভবিষ্যত শিক্ষা ব্যবস্থাকে নতুন করে আবার আগের মতো নিয়মিত করবে সেই আশাবাদ করছি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা বর্ণমালার প্রতি অসম্মান আর নয়
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ এক্সসেস রোড এবং কে – এল ব্লকের কিছু রোডে স্প্রিড ব্রেকার অতি জরুরি