করোনায় মানবিক ভূমিকা রেখেছে চিটাগাং সাগরিকা রোটারী ক্লাব

ভিজিট সভায় ডিস্ট্রিক্ট গভর্নর

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার ভিজিট সভা গতকাল বুধবার চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। রাশেদুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, করোনা মোকাবেলায় শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা। বিভিন্ন হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারে অক্সিজেন, পিপিই, ওষুধ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়িতে দুটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনার পাশাপাশি শিশুদের চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র প্রদান এবং প্রতিবন্ধীদের সাহায্য করে আসছে ক্লাবটি। সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর ফারুক আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা সভাপতি এনামুল আজীজ লিটন ও সেক্রেটারি ইমতিয়াজ সোহেল প্রমুখ। এ সময় কোভিড সম্মুখযোদ্ধা ডা. বিদ্যুত বড়ুয়া, ডা. মাহমুদা সুলতানা, রুপনা বড়ুয়া, ডা. নুর হোসেন শাহীন, ইনসাফি হান্না এবং সেলিম রেজাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিক গ্রুপে নোসাইর প্রথম রানারআপ
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি ইউপি চেয়ারম্যানের উপর দুর্বৃত্তের হামলা