করোনায় দেশে এক দিনে কমেছে মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৮ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ১৭৮ জনের মধ্যে।

ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারে দেশে সংক্রমণ বাড়তে থাকলে গত আগস্ট মাসে এক দিনে মৃত্যুর সংখ্যা আড়াইশ ছাড়িয়ে গিয়েছিল। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। বিডিনিউজ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে এ রোগে।

এক দিনে সাড়ে ২৮ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১২ শতাংশ যা আগের দিন ৪ দশমিক ৪৯ শতাংশ ছিল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন সুস্থ হয়ে উঠলেন।

পূর্ববর্তী নিবন্ধজনভোগান্তি সৃষ্টি করে সরকারবিরোধী উসকানি সৃষ্টির চেষ্টা করছে ম্যাক্স: সুজন (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধসমুদ্রের দোষ কী?