মীরসরাই ট্রাজেডি দিবস আজ। গত বছর করোনা জনিত কারণে সীমিত আকারে কর্মসূচি পালন করা হয়েছিল। এবারও কঠোর লকডাউনের কারণে সীমিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ এবং আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে কোরআন খানি ও মিলাদের আয়োজন করা হয়েছে।
১০ বছর পূর্বে আজকের এই দিনে মীরসরাই উপজেলার আবুতোরাব স্কুলের ৪৫ ছাত্র প্রাণ হারিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি ঘাতক ট্রাক উল্টে গিয়েছিল সৈদালীর একটি রাক্ষুুসী খাদে। এছাড়া আরো একজন অভিভাবক এবং এক শোকার্ত ব্যক্তিও মৃত্যুবরণ করেছিল। মোট মৃত্যু সংখ্যা ছিল ৪৭। সেই খাদে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘অন্তিম’। বিদ্যালয়ের মূল ফটকে রয়েছে স্মৃতিসৌধ ‘আবেগ’। এই দুটি স্মৃতি সৌধে প্রতিবারের মতো এবারও শ্রদ্ধা জানাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষকসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তবে তা খুবই সীমিত আকারে অনুষ্ঠিত হবে। মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী ও আবুতোরার উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, এবার করোনাজনিত কারণে ব্যাপক কোনো কর্মসূচি করা হয়নি। যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা সীমিত আকারে পালন করা হবে।