এই যে করোনা কাল সারা বুকে মেখেছে আন্ধার
প্রতিদিন বাড়ছে ক্ষত মৃত্যু এসে দিচ্ছে তীক্ষ্ণ হানা
অদৃশ্য ঘাতক চোখ বিড়ালের পায়ে হেঁটে হেঁটে
ঘুমে জাগরণে জারি করছে — মরণের পরোয়ানা
এ কি প্রকৃতির খেলা? মানুষের ক্ষমতার প্রতি
অদৃষ্টের পরিহাস… অথবা নির্মম প্রতিশোধ
জীবনের দায়ভার নিয়ে কোনো কঠিন জিজ্ঞাসা
মানুষের ইতিহাস—- ভবিষ্যৎ নিয়ে প্রশ্নবোধ!
হরপ্পা ও মায়াদের—- সভ্যতার মূর্ত নিদর্শন
মানবের বহু-কীর্তি পৃথিবীর বিচিত্র ভুগোলে
জ্ঞান ও প্রজ্ঞার নানা খ্যাতি বিস্ময়ের আলোকন
প্রাণের স্পন্দন-সভা মুছে গেছে কোন ইশারায়!
সময়ের ইতিবৃত্তে মানুষের অন্বেষার প্রমা
অভিজ্ঞ কুশলী চিন্তা কখনো মানেনি পরাজয়
করোনাও স্মৃতি হবে বিজ্ঞানের জয় হবে জমা।