কম দামে মোবাইল কিনে বেশি দামে বিক্রি করে ওরা

তিন সদস্য গ্রেপ্তার, ১২ চোরাই মোবাইল জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ছিনতাইকারী ও পকেটমার থেকে কম টাকায় কিনে নেয়া মোবাইল ফোনগুলো বেশি দামে বিক্রি করে সাধারণ ক্রেতাদের মাঝে। দীর্ঘদিন ধরে নগরীর রিয়াজউদ্দিন বাজারসহ আশেপাশের এলাকায় চলতো এদের কার্যক্রম। তবে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা

 

হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গত শনিবার ও রোববার দুই দিনের অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ইমতিয়াজ আহম্মেদ, আরহাম মাহমুদ ওরফে নাভিল ও মামুনুর রশীদ ওরফে মামুন।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, চক্রটি অনেক দিন ধরে রিয়াজউদ্দিন বাজারের চোরাই মোবাইল ব্যবসায়ীদের কাছ থেকে কম দামে মোবাইল কিনে নিতো। এর পাশাপাশি বিভিন্ন পকেটমার ও ছিনতাইকারীদের কাছ থেকে মোবাইল কিনে নিতো। পরে বেশি দামে মানুষের কাছে বিক্রি করতো। দুদিনের টানা অভিযানে মোবাইলসহ চক্রটিকে ধরা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ৩ দিনব্যাপী ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রদর্শনী সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ