প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে ‘স্বদেশের বুকে বঙ্গকন্যা বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভীর সঞ্চালনায় সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ পাটোয়ারী মুন্না, শুভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলো, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, সহ সম্পাদক আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।