জনপ্রতিনিধিদের পুলিশকে সহযোগিতা করতে হবে

আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ফজলে করিম

রাউজান প্রতিনিধি  | শনিবার , ২১ মে, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

রাউজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চুরি ডাকাতি, অসামাজিক কার্যকলাপ রোধে স্থানীয়দের সম্পৃক্ত করলে রাউজানে কোনো ধরনের অপরাধ ঘটবে না।গত ১৭ মে রাউজান উপজেলা পরিষদে আইন শৃংখলা বিষয়ক সভায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এই নির্দেশনা প্রদান করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাউজানে এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। কৃষি জমি ভরাট ও খনন করা যাবে না। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রকৌশলী আবুল কালাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকমার্স কলেজ ছাত্রলীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা ছাত্রলীগের আনন্দ মিছিল