কবিতা মানুষের স্বপ্ন ও চেতনার কথা বলে

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কবিতার শক্তি অসীম। কবিতা মানুষের স্বপ্নের কথা বলে, চেতনার কথা বলে। মানুষের স্বপ্ন ও চেতনা যখন নানা কারণে ক্ষত বিক্ষত হয়, তখন তাকে পরিচর্যার জন্য কবিদের প্রয়োজন হয়। সমাজে অন্ধকারে আলো দেখানোই কবিদের কাজ। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনে ‘কবিতা আন্দোলন’ শীর্ষক সেনিমারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। কবি ও চিত্রশিল্পী বিজন মজুমদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রধান মুজিব রাহমান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির পরিচালক সংগঠক এস এম আবদুল আজিজ। ধন্যবাদ বক্তব্য রাখেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপুল বড়ুয়া, নেছার আহমদ, মৃণালিনী চক্রবর্তী, সুপ্রতিম বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, মিলন বনিক, লিটন কুমার চৌধুরী, সৈয়দা সেলিমা আক্তার, ফারজানা রহমান শিমু, এম কামাল উদ্দিন, তসলিম খাঁ, সজল দাশ, সাইফুল্লাহ কায়সার, রাবেয়া খাতুন, রফিক আহমদ খান, মৃত্তিকা চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালা জোনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের সভা