দীঘিনালা জোনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৮ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির তেইশ বছর পূর্তি উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে দীঘিনালা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ডকইয়ার্ড মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৫টি ইউনিয়নের গরিব দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোন কমান্ডার লে. কর্নেল তৌহিদুল ইসলাম ও স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে ৩টি বুথ ও ২ মেডিসিন কর্নার স্থাপন করে উপজেলার অন্তত ১২শ মানুষকে চিকিৎসা দেওয়া হয়। পরে দীঘিনালার মধ্য বানছড়া এলাকায় ত্রাণ বিতরণ করে সেনাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধস্কুলের দিনগুলো ফিরে পাওয়া
পরবর্তী নিবন্ধকবিতা মানুষের স্বপ্ন ও চেতনার কথা বলে