কন্টেনার হ্যান্ডলিং ব্যয় বাড়ল ২৩ শতাংশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৪:৪৪ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে কন্টেনার হ্যান্ডলিং চার্জ ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ১৯টি বেসরকারি আইসিডিতে কন্টেনার হ্যান্ডলিং চার্জ বাড়ানো হয়। গতকাল জারি করা এক সার্কুলারে কন্টেনার হ্যান্ডলিং চার্জ বাড়ানোর ঘোষণা দিয়ে ৪ নভেম্বর থেকে তা কার্যকরের কথা বলা হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি রুহুল আমিন সিকদার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, আইসিডিতে ২০ ফুটি কন্টেনার পরিবহনের বিদ্যমান রেট ছিল ১১৫০ টাকা। ৪০ ফুটি কন্টেনারের ক্ষেত্রে ছিল ২৩শ টাকা। বর্তমানে তা বাড়িয়ে ১৪১৫ এবং ২৮৩০ টাকা করা হয়েছে। লিফট অন/লিফট অফ চার্জ ২০ ফুটি এবং ৪০ ফুটি কন্টেনারের ক্ষেত্রে ছিল ৩৪৫ টাকা। তা বাড়িয়ে ৪২৫ টাকা করা হয়েছে। রপ্তানি পণ্য স্টাফিং প্যাকেজ ২০ ফুটি কন্টেনারের জন্য ছিল ৪১৪০ টাকা এবং ৪০ ফুটি কন্টেনারের ক্ষেত্রে ছিল ৫৫২০ টাকা। তা বাড়িয়ে যথাক্রমে ৫০৯২ টাকা এবং ৬৭৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আমদানি পণ্য হ্যান্ডলিং প্যাকেজ ২০ ফুটি কন্টেনারের জন্য ছিল ৭৯৩০ টাকা এবং ৪০ ফুটি কন্টেনারের জন্য ছিল ৯১৫০ টাকা। নতুন দরে তা বাড়িয়ে যথাক্রমে ৯৭৫৪ টাকা এবং ১১২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্টাফিংকৃত রপ্তানি পণ্যের ওজন যাচাইকরণ (ভিজিএম) ২০ ফুটি এবং ৪০ ফুটি কন্টেনারের জন্য ছিল ১১৫০ টাকা। নতুন রেটে তা বাড়িয়ে ১৪১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কন্টেনার হ্যান্ডলিংয়ের নতুন রেট আমদানি-রপ্তানি ব্যয় বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিকডা সেক্রেটারি রহুল আমিন সিকদার আজাদীকে বলেন, জ্বালানি তেলের মূল্য ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। আমরাও ২৩ শতাংশ রেট বাড়িয়েছি। জ্বালানি তেলের খরচ সমন্বয় করার জন্য বাড়তি দর নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্বে থাকছেন না বোর্ড চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক
পরবর্তী নিবন্ধজেএসসি পরীক্ষাও হবে না