কদমতলীতে চসিকের উচ্ছেদে বাধা, হাতাহাতি (ভিডিও দেখুন)

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে অবৈধ দখলদাররা। এ সময় চসিকের পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে হাতাহাতিও হয়েছে। তবে কেউ আহত হননি। গতকাল শনিবার সকালে কদমতলী সিএনজি স্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাইগারপাস রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে থেকে কদমতলী সিএনজি স্টেশন মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় চসিকের পরিচ্ছন্ন বিভাগ। এতে নেতৃত্ব দেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী।
অভিযানের শেষ পর্যায়ে সিএনজি স্টেশন মোড় এলাকায় ফুটপাতের উপর ত্রিপল টাঙ্গিয়ে অবৈধভাবে করা দোকান উচ্ছেদ করা হয়। এ সময় দখলদাররা সংঘবদ্ধভাবে জড়ো হয়ে বাধা দেয়। তারা লাঠিসোটা নিয়ে চসিকের পরিচ্ছন্নকর্মীদের দিকে তেড়ে আসে। উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী আজাদীকে বলেন, সেখানে সাত-আটটা দোকান ছিল। এসব দোকানের কারণে পথচারীদের চলাচলে সমস্যা হয়। স্বেচ্ছায় সরে যেতে বললেও তারা সরেনি। আমরা উচ্ছেদ করতে গেলে বাধা দেয়। মহিলাসহ মিলে বাধা দেয়। কয়েকজনের হাতে ছুরিও ছিল। আমাদের কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়েছে। তবে শেষ পর্যন্ত দখলদাররা পালিয়ে যায়। পুরো অভিযানে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়েছে বলে জানান তিনি।
আজাদী প্রতিবেদক মোরশেদ তালুকদারের ধারণ করা ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://www.facebook.com/DainikAzadi/videos/548617456352476

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণ-শিখনের আনন্দে বড় হচ্ছে এতিম শিশুরা
পরবর্তী নিবন্ধ৫০০ টাকার ট্রেড লাইসেন্সে উৎসে কর ৩ হাজার টাকা